Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসি
পাঁচ্চর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র
—বাংলাদেশের প্রতিটিজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নের পরিষদের তত্ত্বাবধানে সরকারী-বেসরকারী ও ব্যক্তিগত সব ধরণের সেবা সমূহকে জনগণের মাঝে দ্রুত পৌছে দেয়ার জন্য ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য যে কেন্দ্র খোলা হয়েছে তাই ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
—জনগণের জন্য সেবা –
—Whatever – যে সেবাই হোক
—Whenever – যখনই সেবার প্রয়োজন হোক
—Wherever – যেখানেই সেবার প্রয়োজন হোক
—
—সুবিধা –
—One-Stop Service
—Non-Stop Service
—সাধারণ সেবাঃ
—কম খরচে ছবি তোলা, মেইল করা, দেশে-বিদেশে সরাসরি ভিডিও এর মাধ্যমে কথা বলা
—সরকারি সকল ধরণের ফরম ডাউনলোড করা
—ইন্টারনেটের মাধ্যমে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য তথ্য জানা বা ডাউনলোড করা
—কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং, প্রশিক্ষণ প্রভৃতি।
—শিক্ষার্থীদের জন্যসেবাঃ
—পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, উচ্চতর শিক্ষার জন্য বা পড়াশোনা শেষ করে চাকরির তথ্যাদিজানা।
—নিজেদেরকে তথ্য প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো, যেমন- কম্পিউটার/ ই-মেইল ব্যবহার করতে পারা, পড়ালেখার বাইরে অন্যান্য সাধারণ জ্ঞান অর্জন করা, শহর অঞ্চলের ছাত্রদের সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরি করা।
—চাকুরী প্রার্থীদের জন্যসেবাঃ
—ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যভান্ডারের সন্ধানে সহায়তা করা।
—বায়োডাটা তৈরি ও চাকরির দরখাস্ত করতে সহায়তা করা।
—ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো ডাউনলোড করতে সহায়তা করা।
—ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন চাকরি দাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে সহায়তা করা।
—এন জি ও কর্মীদের জন্যসেবাঃ
—এলাকা ভিত্তিক বিভিন্ন তথ্য যেমন-প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সহায়তা করা।
—ই-মেইলের মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যান্য অফিসের সংগে যোগাযোগ করা।
—ইন্টারনেট সার্ফিং এর মাধ্যমে পেশাসংক্রান্ত বিষয়ে তথ্য অনুসন্ধান ও সংগ্রহ করা।